বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য বিশেষ মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ সন্ধ্যায় উদ্বোধন করা হচ্ছে।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ গতকাল সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান সংলাপে সমাপনী বক্তব্যের সময় ইসি সানাউল্লাহ অ্যাপ উদ্বোধনের ঘোষণা দেন।
অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা দেশের বাইরে থেকেই ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। প্রবাসীদের সুবিধার কথা মাথায় রেখে বৈশ্বিক সময়ের সঙ্গে সমন্বয় রেখে এটি চালু করা হচ্ছে।
নির্বাচন কমিশনার জানান, আমাদের প্রবাসী বাংলাদেশী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে।
তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রবাসী ভোটারের সংখ্যা বেশি হবে।
ইসি সানাউল্লাহ রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের ভোটার নিবন্ধনে উৎসাহিত করার অনুরোধ জানান।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সিইসি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপটি উদ্বোধন করবেন।









