শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।
হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবক ইভিএমে গিয়ে বারবার উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতকে ভোট দিচ্ছেন। প্রতিবার ভোট দিয়ে রীতিমতো গর্বের সঙ্গে সেটা বলতে থাকেন। শেষ পর্যন্ত তাকে আটবার ভোট দিতে দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওটা কবেকার এবং লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন সেই ভিডিও তোলা হয়েছিল, তা স্পষ্ট নয়।
জানা যায়, বিজেপি প্রার্থীকে আটবার ভোট দিচ্ছেন একজনই যুবক -এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। বিরোধী নেতারা দাবি করেছেন বিজেপি যে রিগিং করছে, সেটা প্রমাণিত হয়ে গেল।
কংগ্রেস নেতা তথা রায়বরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী অভিযোগ করেন, নিজেদের হার যে অবশ্যম্ভাবী, তা বুঝেই সরকারি কর্মকর্তাদের চাপ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি। বিষয়টি নিয়ে আপাতত বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। কোনও মন্তব্য করেনি নির্বাচন কমিশন।
উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব টুইট করে বলেন, ‘যদি নির্বাচন কমিশনের মনে হয় যে কিছু ভুল হয়েছে, তাহলে যেন কোনও পদক্ষেপ করে। নাহলে…..। বিজেপির বুথ কমিটি আদতে লুট কমিটি। আর চাই না বিজেপি।’
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘নিজেদের হারকে সামনে দেখে জনাদেশ পালটে দেওয়ার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে গণতন্ত্র লুট করার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের দায়িত্বে থাকা প্রত্যেক সরকারি কর্মকতার কাছে কংগ্রেস আশা করছে যে সরকারের চাপে যেন সাংবিধানিক দায়িত্ব ভুলে না যান। নাহলে ইন্ডিয়ার সরকার তৈরি হওয়ার পরে এমন পদক্ষেপ করা হবে যে সংবিধানের শপথের অবমাননা করার আগে ১০ বার ভাববেন।’
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, ‘এক ব্যক্তি বুথে গিয়ে বিজেপি প্রার্থীকে আটবার ভোট দিচ্ছেন। এই নির্বাচনটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের লজ্জা হওয়া উচিত। আগে কখনও কোনও নির্বাচন কমিশন এরকম নির্লজ্জভাবে শাসক দলের হয়ে ব্যাট করতে নামেনি।’









