নতুন ‘রানী’র দেখা পেয়েছে উইম্বলডন। মেয়েদের এককে চমক দেখিয়েছেন মার্কেতা ভন্ড্রোসোভা। প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছেই জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। উনস জাবেউরকে সরাসরি সেটে হারিয়ে নিজের করে নিয়েছেন শিরোপা।
শনিবার ফাইনালে তিউনিশিয়ার উনস জাবেউরকে ৬-৪, ৬-৪ সেটে হারান ভন্ড্রোসোভা। প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের ভন্ড্রোসোভা।
গ্র্যান্ড স্লামে ভন্ড্রোসোভার সর্বোচ্চ অর্জন ছিল রানার্সআপ। ২০১৯ ফরাসি ওপেনে রানার্সআপ হয়েছিলেন। গ্রাস কোর্টের টুর্নামেন্টে এবারের আগে কখনও দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা তারকা।
শিরোপা জয়ের আগেই ইতিহাস গড়েছিলেন ২৪ বর্ষী ভন্ড্রোসোভা। তার আগে অবাছাই নারী খেলোয়াড় হিসেবে সবশেষ ফাইনালে যান কিংবদন্তি বিলি জিন কিং। ১৯৬৩ সালে ফাইনালে উঠলেও শেষপর্যন্ত শিরোপা জিততে পারেননি। আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের কাছে হেরে গিয়েছিলেন। সেসময় অবশ্য মার্গারেট স্মিথ হিসেবেই পরিচিত ছিলেন কোর্ট।
সেমিফাইনালে ইউক্রেনীয় এলিনা সভেতলিনাকে ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছান ভন্ড্রোসোভা। অন্যদিকে, আরিনা সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিউনিশিয়ার তারকা জাবেউর। এ নিয়ে টানা দ্বিতীয় উইম্বলডন ফাইনালে পরাজয় দেখলেন জাবেউর।








