টোকিও অলিম্পিকেও ছেলেদের ভলিবলে সোনা জিতেছিল ফ্রান্স। এবার প্যারিস অলিম্পিকেও চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দলটি। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে অলিম্পিক ভলিবলে টানা দুবার সোনা জিতল ফরাসিরা।
সোনার লড়াইয়ে পোলান্ডকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে ফ্রান্স। আসরে স্বাগতিকদের ১৫তম স্বর্ণ এটি। সবমিলিয়ে ৫৮তম পদক।
ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে সরাসরি তিন সেটে হারিয়ে পদক জিতে নেয় দলটি।









