‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল হিসেবে খ্যাতি আছে তাসরিফ খানের। তবে সবার কাছে অনন্য ইমেজ গড়েন ২০২২ সালে। ফেসবুকে ঘোষণা দিয়ে সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে লাখ লাখ টাকার ফান্ড গঠন করে বেশ আলোচনায় আসেন তিনি। সংগীতশিল্পীর পাশাপাশি তিনি ইনফ্লুয়েন্সারও!
সেই তাসরিফ চোখের টিউমারে আক্রান্ত। শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’
জানা যায়, বেশ কিছুদিন ধরে তাসরিফের ডান চোখে অঞ্জলির মতো সমস্যা দেখা যাচ্ছে। সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষার পর চোখের টিউমার ধরা পড়ে। তাসরিফ জানান, সার্জারির মাধ্যমে এই টিউমার অপসারণ করতে হবে।
তরুণ এ গায়কের এমন দুঃসংবাদ শুনে ভীষণ উদ্বিগ্ন তার ভক্ত অনুরাগীরা। তাসরিফের সেই পোস্টে অন্তত ১৫ হাজার মন্তব্য এসেছে। প্রত্যেকেই প্রিয় শিল্পীর সুস্থতা কামনা করেছেন। সবার মন্তব্যে উত্তরে তাসরিফ পাল্টা মন্তব্যে লিখেছেন, “একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।”









