বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীনে চিকিৎসা করতে চাইলে ভিসা কোন সমস্যা হবে না।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি তিনি বলেন, আমরা চিকিৎসার জন্য পাকেজ দেব, যেখানে ভিসা ও খাবারও থাকবে।
তিনি আরও বলেন, চলতি মাসের শেষে কুম্নিংয়ে এজেন্টরা যাবেন। সেখানে তারা ৩টা হাস্পাতালের যাবেন। চীন ইস্টার্ন লো বাজেটে টিকিট দেবে।
এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত প্রত্যাশা করেন, আশা করি ঢাকা-দিল্লি দুইপক্ষের মধ্যস্থতায় বাংলাদেশ -ভারত সম্পর্ক স্বাভাবিক হবে।









