যুক্তরাষ্ট্রের নতুন সামাজিক মাধ্যম যাচাই নীতি কার্যকর হওয়ায় ভারতীয় এইচ-১বি ভিসা আবেদনকারীদের বহু সাক্ষাৎকার হঠাৎই স্থগিত হয়ে আগামী বছরের তারিখে সরানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন বহু আবেদনকারী।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতেই ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করে জানায়, যেসব আবেদনকারীকে নতুন সাক্ষাৎকার তারিখ ই-মেইলে জানানো হয়েছে; তারা কেবল সেই তারিখেই কনসুলেটে প্রবেশ করতে পারবেন। পূর্বনির্ধারিত তারিখে হাজির হলে প্রবেশাধিকার দেওয়া হবে না।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, যদি আপনাকে জানানো হয়ে থাকে যে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে, তবে অবশ্যই নতুন তারিখেই উপস্থিত হবেন। পুরনো তারিখে এলে আপনাকে দূতাবাস বা কনসুলেটে প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ পর্যন্ত থাকা বহু সাক্ষাৎকার মার্চ ২০২৬-এ সরিয়ে দেওয়া হয়েছে। তবে কতজনের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।









