ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। শুক্রবার তার দেয়া একটি ফেসবুক পোস্ট এখন রীতিমত ভাইরাল!
কী লিখেছেন সেই পোস্টে? পরী লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি!”
এরপর তিনি লিখেন,“পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”
পরীর এমন পোস্টটিতে রিয়েকশন এসেছে দেড় লাখের বেশী, পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজারের মতো। আর সবচেয়ে বিস্মিত হচ্ছে, পরীর এই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৪০ হাজার!
পরীর এই ইঙ্গিতপূর্ণ পোস্টে কারো নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা ধরে নিয়েছেন এটি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা!
পরীর পোস্টের মন্তব্য বিভাগে অনেকেই সরাসরি অপু বিশ্বাসের সাম্প্রতিক বিএনপির ব্যানারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে আনেন। কেউ লিখেছেন, “পরীর খোঁচা এবার সোজা অপুর দিকে।” আবার কেউ কেউ মনে করছেন, এটা নিছক কাকতালীয়ও হতে পারে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। নির্বাচনী প্রচারণাতেও তাকে নিয়মিত দেখা গেছে আওয়ামী লীগের পক্ষে। কিন্তু বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসায় বিএনপির ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন তিনি। এ ঘটনার পর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব সমালোচনা শুরু হয়।
আর এ কারণেই পরীর ভাইরাল পোস্টটি যে অপুকে উদ্দেশ্য করে, সেটার পক্ষেই নেটিজেনদের মত! তারা বলছেন, আওয়ামী লীগ থেকে বিএনপি, এভাবে অপুর অবস্থান পরিবর্তনই নাকি পরীমনির রসিকতার টার্গেট!









