ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে তৃতীয় মেয়াদে নির্বাচিত ঘোষণা করার পরই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার ২৯ জুলাই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর হাজারো মানুষ রাজধানী কারাকাসের রাস্তায় নেমে আসেন। বিরোধীরা মাদুরোর বিজয়কে জালিয়াতি বলে উল্লেখ করেন।
তাদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পাওয়ার পরও তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এদিকে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পানামা, পেরু, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়ে মাদুরোর নির্বাচনী বিজয়কে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে পৃথক ভোট কেন্দ্র থেকে ভোটদানের রেকর্ড প্রকাশ করার আহবান জানিয়েছে।
অন্যদিকে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদুরো-পন্থী আধাসামরিক গোষ্ঠীগুলোকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর খবরও পাওয়া গেছে।
১১ বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ২০১৩ সালে হুগো শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তিনি।









