চ্যাম্পিয়ন্স লিগে রেডবুল সলজবুর্গের বিপক্ষে দারুণ এক জয় তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জোড়া গোলে রিয়ালের হয়ে ক্যারিয়ারের শততম গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে এমন কীর্তির পর স্বদেশি রোনাল্ডো নাজারিওর রেকর্ড ভাঙতে চাচ্ছেন ২৪ বর্ষী তারকা।
ম্যাচের আগে রিয়ালের হয়ে ভিনিসিয়াসের গোল ছিল ৯৯টি। জোড়া গোলে সেটা বেড়ে এখন ১০১। রিয়ালের ২৩তম খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরির মাইলফলকে গেলেন ব্রাজিলিয়ান তারকা।
ভিনিসিয়াস জুনিয়র শততম গোলের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এ জার্সিতে গোল করতে পেরে আমি খুশি। ব্রাজিলিয়ান রোনাল্ডো থেকে মাত্র তিন গোল দূরে, ব্রাজিলিয়ানদের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে আর মাত্র তিনটি গোল লাগবে। আশা করেন যেন আরও গোল করতে পারি।’
ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে ভিনি বলেছেন, ‘আমার মনে হয়েছিল যে, প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। রদ্রির এটি পাওনা, জুডও পেতে পারে এবং অন্যরাও। কিন্তু আমি জয় ও গোল পাওয়ায় খুশি, এমনকি আমি খারাপ খেললেও।’
সলজবুর্গের বিপক্ষে ৫-১ গোলের জয়ের ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে দুই ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়াস জুনিয়র করেছেন ২টি করে গোল। অপর গোলটি কাইলিয়ান এমবাপের।









