পর্তুগীজ ক্লাবের মালিকানা কিনতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র, এমন খবরে শিরোনাম হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেই খবর নিশ্চিত করলেন ইতালিয়ান প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পর্তুগালের ক্লাব আলভের্কার যৌথ মালিক হতে রাজি হয়েছেন ভিনি।
রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, ‘পর্তুগীজ ক্লাব এফসি আলভের্কার যৌথ মালিকানার জন্য রাজি হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস ও তার সহযোগীরা ক্লাবটির ৭০/৮০ শতাংশের মালিক হবেন, যারা এখন দ্বিতীয় বিভাগে খেলছে। প্রতিবেদন অনুসারে বিনিয়োগের পরিমাণ ৮ মিলিয়ন।’
এফসি আলভের্কা পর্তুগালের দ্বিতীয় সারির লিগে খেলছে। টেবিলে দলটির বর্তমান অবস্থান দুইয়ে। দলটির ম্যানেজার হোয়াও পেরেইরা এবং স্টেডিয়ামের নাম কমপ্লেক্সো দেসপার্তিভো এফসি আলভের্কা।
এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও হয়েছেন, যার বড় দুটি উদাহরণ হলেন ফ্রান্সের কাইলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে। এমবাপে ও কান্তের পথে হাঁটলেন ভিনিসিয়াস।









