Site icon চ্যানেল আই অনলাইন

‘ভিনিসিয়াসের সমালোচনা’ করতে চাইনি: তেবাস

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হেরে যাওয়া ম্যাচে বর্ণবাদী আক্রমণের মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লা লিগা বর্ণবাদীদের আখড়া’ লিখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জবাব দিতে অভিযোগ তুলেছিলেন ভিনির থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি বলে। এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া তেবাস আবারও বলেছেন, ‘ভিনির সমালোচনা’ করার জন্য এমন মন্তব্য করেননি।

ভিনিসিয়াস কাণ্ডে প্রচুর সমালোচিত হওয়ার পর গণমাধ্যমে তেবাস বলেছেন, ‘আমি ভিনিসিয়াসের সমালোচনা করতে চাইনি।’

বর্ণবাদ বিষয়ে লিগের কর্তৃত্ব না থাকার বিষয়ে হতাশা প্রকাশ করে লা লিগা সভাপতি বলেছেন, ‘আমি বুঝতে পারি ভিনিসিয়াস হতাশ, কারণ বর্ণবাদের মোকাবেলা করার জন্য ক্ষমতার বিভাজন সম্পর্কে সে জানে না। আমিও হতাশ। কারণ এ সম্পর্কে আমি জানি এবং এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।’

এখনও ভিনিসিয়াসের সঙ্গে কথা হয়নি। হলেই বিষয়টি ভিনিকে বোঝাবেন তেবাস। বলেছেন, ‘আমি দুঃখিত, যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে আক্রমণ করতে চাইনি এবং আমি আবারও বলতে চাইবো আমিও হতাশ।’

স্পেনের আইন অনুযায়ী, লা লিগা কর্তৃপক্ষ শুধু বর্ণবাদ চিহ্নিত করতে এবং রিপোর্ট করতে পারবে। কিন্তু নিষেধাজ্ঞা দিতে পারবে না।

Exit mobile version