চট্টগ্রাম থেকে: হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি অনসাইডে ঠেলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল হক বিজয়। বিপিএলের ১১তম আসরে এসে নিজের প্রথম সেঞ্চুরি করে নিরানন্দ ছিলেন। দলকে জেতাতে পারলে হয়তো উল্লাসে ভাসতেন। শেষ ওভারের লড়াইয়ে খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হেরে যায় তার দল দুর্বার রাজশাহী। ম্যাচে অনন্য কীর্তি গড়েছেন টাইগার ব্যাটার। নাম লিখিয়েছেন তামিম ইকবাল ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের পাশে।
রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ চার এবং ৫ ছক্কায় ৫৭ বলে ১০০ রান করেন বিজয়। ম্যাচে ৫টি ছক্কা হাঁকিয়ে বিপিএল ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মালিক হয়েছেন তিনি। তার আগে বিপিএলে অন্তত ১০০টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে বিপিএলে ১০০ ছক্কা ও সেঞ্চুরি বিজয়ের আগে করেছেন কেবল দুজন- ক্রিস গেইল ও তামিম ইকবাল। বিপিএলে এখন পর্যন্ত ৫টি সেঞ্চুরি ও ১৪৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে গেইল। ২টি সেঞ্চুরি ও ১১৯টি ছক্কা তামিমের। আর একটি সেঞ্চুরির পাশাপাশি বিজয়ের ছক্কা ১০৪টি।
নিজের সেঞ্চুরির মাধ্যমে বিপিএল ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও টেনে এনেছেন বিজয়। চলতি বিপিএলে ২০ ম্যাচ বাকি থাকতেই সবমিলিয়ে সেঞ্চুরি হয়ে গেল ৭টি। এক বিপিএলে আগে সবচেয়ে বেশি ছিল ৬ সেঞ্চুরি, ২০১৯ আসরে।
চলতি বিপিএলে বিজয়ের আগে সেঞ্চুরি করেছন চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান, ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও তানজিদ হাসান তামিম এবং চিটাগাং কিংসের বিদেশি ব্যাটার গ্রাহাম ক্লার্ক।
২০১৯ আসরে সেঞ্চুরি করেছিলেন লরি ইভান্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এভিন লুইস, এবি ডি ভিলিয়ার্স এবং তামিম ইকবাল।









