জোরেশোরে চলছে ‘লাইগার’ ছবির প্রচারণা। ভারতের বিভিন্ন শহর ঘুরে প্রচারণা চালাচ্ছেন বিজয় ও অনন্যা। ‘প্যান ইন্ডিয়া’ এই ছবি মুক্তি পাবে একাধিক ভাষায়। মুক্তির আগেই ছবির দ্বিতীয় ভাগের ঘোষণা করলেন বিজয় দেবেরাকোন্ডা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোন্ডা জানিয়েছেন, লাইগার ছবির সিকুয়েল আসছে। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, ‘আমরা লাইগার ছবির সিকুয়েলের কথা ভাবছি। তবে তাতে কিছুটা সময় লাগবে।’
মুম্বাইয়ের বস্তির এক ‘চা-ওয়ালা’র যুক্তরাষ্ট্রে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়ার গল্প নিয়ে ছবি ‘লাইগার’। ‘লাইগার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। পরিচালনায় পরিচালক পুরী জগন্নাথ।
হিন্দি, তেলেগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’। এই ছবিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাহুবলী খ্যাত রম্যা কৃষ্ণান এবং রনিত রায়। ধর্মা প্রোডাকশনের এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৫ আগস্ট।
সূত্র: ইন্ডিয়া টুডে







