বিপিএলের নীতিমালা অনুযায়ী খেলা শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের অর্ধেকমূল্য পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ১১তম আসরে উদ্বোধনী ম্যাচ হয়ে গেলেও পারিশ্রমিকের কোনো অংশ পাননি ক্রিকেটাররা। তবে তা নিয়ে এখনই কথা বলতে চাচ্ছেন না দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। ভরসা রাখছেন ফ্র্যাঞ্চাইজির প্রতি। সেখানে গড়মিল হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপর আস্থা রাখছেন তিনি।
উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৭ রান করেও ৪ উইকেটে পরাজয় দেখেছে রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে প্রশ্নের মুখোমুখি হন বিজয়। সেখানে জানান এমন।
‘এখনও পারিশ্রমিক পাইনি। কেউই পায়নি। মাত্র শুরু হয়েছে বিপিএল। আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।’
‘আমরা পজেটিভ চিন্তা করি। আশা করি একটা গোছানো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু ড্রেস (জার্সি) এসেছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স (ক্রিকেটের সরঞ্জাম) এসেছে দেরিতে। বিপিএলটা পজেটিভলি নিতে চাই। অবশ্যই মালিকরা (পারিশ্রমিক) না দিয়ে তো যাবে না। বা বিসিবি তো এটার ব্যবস্থা করবে। আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। হয়তো সময়সাপেক্ষের কারণে বিলম্ব হয়েছে। আশা করি, তারা যথাযথ ব্যবস্থা করবে।’
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার ইতিহাস রয়েছে। অবশ্য সেই ইতিহাস মাথা নিতে চান না বিজয়। বলেছেন, ‘(পারিশ্রমিক না দিয়ে) চলে যাবে? সে ক্ষেত্রে তাহলে বিসিবি আছে।’









