জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ শুরু থেকে প্রতিটি সিজনে এসেছে নতুন নতুন চরিত্র, যা দর্শকদের চমকে দিচ্ছে প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় এবার জায়েফ নামে এক নতুন মুখ যুক্ত হয়েছে। বয়সে ছোট হলেও পর্দায় তার উপস্থিতি সিরিয়ালটিকে আরও জমিয়ে তুলেছে।
ইতোমধ্যে ৫০টির বেশি এপিসোড প্রচার হয়েছে। সাম্প্রতিক এপিসোডগুলোতে ব্যাচেলরদের ফ্ল্যাটে জায়েফের দুষ্টুমি, সহজাত সংলাপ আর চঞ্চল আচরণ দর্শকদের মন জয় করে নিয়েছে খুব দ্রুতই। জায়েফের সঙ্গে কাবিলা, হাবু, পাশা, নেহাল, জাকিদের চরিত্রদের খুনসুটিও এনেছে নতুন মাত্রা।
জায়েফে অভিনীত সিরিয়ালের বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ‘নতুন এডিশন হিসেবে জায়েফ একেবারে পারফেক্ট’। আবার অনেকে লিখছেন, ‘জায়েফের দুষ্টুমি না দেখলে ব্যাচেলর পয়েন্ট আগামীতে হয়তো পানসে লাগবে’!
নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, ছোট্ট জায়েফকে নিয়ে আরও কিছু মজার পর্ব তৈরি হচ্ছে, যা দর্শকদের আরও আনন্দ দেবে।
তিনি বলেন, জায়েফ হচ্ছে আমাদের খুব কাছের বড়ভাই তারেক ভাই (হাবিবুর রহমান তারেক, রানআউট ফিল্মস)-এর ছেলে। ওই সূত্রে জায়েফকে চিনি। তাকে ‘জংলি’ সিনেমায় ছোট অংশে অভিনয়ে দেখেছি। যেহেতু ব্যাচেলর পয়েন্টে ঠিক ওর মতো একটা চরিত্র খুঁজছিলাম, এরপর জায়েফকে নেয়ার সিদ্ধান্ত নেই। পরে তারেক ভাইকে জানালে উনি জানান, হ্যাঁ তোমাকে টিমে কাজ করলে জায়েফ মজা পাবে।
অমি বলেন, জায়েফকে নিয়ে আসেন তারেক ভাই। ও তো ছোট মানুষ। দেখলাম ওর মধ্যে আলাদা কিছু ব্যাপার আছে। যদি ওকে একটু ম্যানেজ করা যায় এবং ওর সঙ্গে ফান করতে করতেই আমরা কনট্রোল করে দৃশ্যের শুটিং করে ফেলি। জায়েফ ছোট্ট মানুষ হলে কাজে অনেক ফোকাস থাকে, এবং আমরা যেটা ওকে বলি সে বুঝে ফেলে। আমি মনে করি, ওর মধ্যে এই প্র্যাকটিসটা যদি সে ধরে রাখে ভবিষ্যতে ভালো করবে।
অমি বলেন, জায়েফকে আমরা যেমন পছন্দ করি, দর্শকরাও ওকে খুব পছন্দ করে। সবার কাছে সে এখন ব্যাচেলর পয়েন্টের জায়েফ।
সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।
ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।









