বিদ্যা বালানের ক্যারিয়ারে আসতে চলেছে নতুন এক মোড়। বলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার দক্ষিণী সিনেমায় পদার্পণ করতে চলেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর কাছে এটি অনেক বড় সুযোগ হয়ে আসতে চলেছে।
জানা গেছে, তামিল ছবি ‘জেলার ২’ সিনেমায় নাকি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী, আর মিঠুনের মেয়ের চরিত্রই নাকি অভিনয় করতে দেখা যাবে বিদ্যাকে।
নেলসন দিলীপ কুমার পরিচালিত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মিঠুন। তবে মিঠুনের মেয়ের চরিত্রে অভিনয় করলেও রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার তিনি করবেন কিনা সেটা এখনও জানা যায়নি। এই মুহূর্তে চেন্নাইতে চলছে ছবির শুটিং। ছবির বাকি অংশের শুটিং হবে গোয়াতে।
আগামী বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে হবে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতের পর এবার দক্ষিণী জগতে প্রবেশ করতে চলেছেন বিদ্যা, তাও আবার রজনীকান্তের ছবিতে।
আগের মত এখন বিদ্যাকে ততটা দেখতে পাওয়া যায় না ছবির পর্দায়। অনেকে অভিনেত্রীর অতিরিক্ত ওজন নিয়ে কটাক্ষ করেছেন একাধিকবার। তিনি নিজের অভিনয় এবং শরীর সম্পর্কে প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাসী, যার ফলে নিজেকে বারবার বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলেছেন ছবির পর্দায়।
আশ্চর্যজনকভাবে বিদ্যা বালান দক্ষিণের মেয়ে হয়েও দক্ষিণের কোন ছবিতেই সেভাবে অভিনয় করেননি। দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি তিনি পরিচিতি পেয়েছেন বলিউড থেকে। যদিও বিদ্যার প্রথম কাজ বাংলায়।
বিদ্যা সর্বশেষ অভিনয় করেছেন ২০২৪ সালে ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে। এই সিনেমায় তিনি একাধারে মল্লিক এবং মনজুলিকার চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচ করেছিলেন তিনি। বি
দ্যা অভিনীত ‘জেলার ২’ খুব সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১২ জুন বড় পর্দায় মুক্তি পেতে পারে।- পিঙ্কভিলা









