বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চলেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে কারা খেলবেন তা আগেই জানিয়ে দিয়েছিল কোয়াব। তবে কয়েকজন ক্রিকেটার খেলতে না চাওয়ায় দুদলেই এসেছে পরিবর্তন। খেলবেন না সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার, দলে ঢুকছেন নাঈম শেখ।
সৌম্যসহ বিজয় দিবস উপলক্ষে এ প্রীতি ম্যাচে খেলবেন না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান এবং তানজিম হাসান সাকিবও। তাদের পরিবর্তে অপরাজেয় দলে জিসান আলম, এসএম মেহেরব অহিন, রাকিবুল হাসান এবং রিপন মন্ডলকে ঢোকানো হয়েছে। সৌম্য সরকার ছিলেন অদম্য দলে। তিনি না থাকায় দলে ঢুকে গেছেন নাঈম।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যাচে অদম্য দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর অপরাজেয় দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
অদম্য দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।
অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জিসান আলম, এস এম মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডল, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।









