ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সেই ওয়েব সিরিজ ‘চক্র’ এখন আলোচনায়।
১০ অক্টোবর থেকে দর্শক ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখতে পারছেন সিরিজটি। ২০ পর্বের এই সিরিজটি দেখে দর্শক বলছেন উপভোগ্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেমা, নাটক ও সিরিজের বিভিন্ন গ্রুপে।
রহস্যে ভরা ট্রেলার দেখেই দর্শক ‘চক্র’ নিয়ে ছিলেন আশাবাদী। সিরিজটি দেখে অনেকেই প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মাঝেমধ্যে কিছু দৃশ্যে গায়ে কাটা দিয়ে ওঠে!
শুক্রবার ‘চক্র’ নিয়ে কথা বলেন নির্মাতা ভিকি জাহেদ। ওয়েব সিরিজটি প্রথমে চ্যানেল আইয়ে টিভি সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিলো। কোন পরিস্থিতিতে এটি ওয়েব সিরিজ হলো, সে বিষয়েও কথা বলেন ভিকি।
নির্মাতার ভাষ্য, “অবশেষে ‘চক্র’ মুক্তি পেল। ২০২১ সালে পরিকল্পিত এই কাজ অনেক চড়াই উৎরাইয়ের পর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কাজটা চ্যানেল আইয়ের জন্য টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে এর স্পর্শকাতর বিষয়বস্তুর জন্য এখন এটা আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।’
দর্শকদের উদ্দেশে ভিকি লিখেন, ‘চক্র’র মোট পর্ব সংখ্যা ২০, প্রথম ৫ পর্ব ফ্রিতে দেখা যাবে। এদিন অভিনেতা তৌসিফ জানান, ‘চক্র’ নিয়ে দর্শকের পক্ষ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি।
শনিবার অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন,“আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী। দূর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোন ধারনাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনো আছর করতে পারে না। আপনি কোন দলে?” মন্তব্যের ঘরে শেয়ার করেছেন ‘চক্র’ দেখার লিংক।
ভিকির ‘চক্র’-তে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তৌসিফ ও ফারিণ। এছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ।









