বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোন কাজে চাঁদাবাজিকে কোন প্রকার প্রশ্রয় দেওয়া হবেনা। ছাত্র বা কেউ এর সাথে জড়িত থাকলে বা চাঁদাবাজি করলে এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে নতুন নির্মিত দৃষ্টিনন্দন ও নান্দনিক ফুডকোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা, গবেষণা, অবকাঠামো, স্বচ্ছতা জবাবদিতিহার উচ্চ মানদণ্ড প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে আমরা এসব ফুডকোর্ট নির্মাণ করেছি। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের স্বল্প মূল্যে ভালো খাবার নিশ্চিত করা।
উপাচার্য বলেন, আগামী ৬ মাসে ক্যাম্পাসে আরও ৩ থেকে ৪টি ফুডকোর্ট নির্মাণ করা হবে। এগুলোর জন্য জায়গা নির্ধারণের কাজ চলছে। এছাড়া সদ্য উদ্বোধন করা ফুডকোর্টের পাশের লেকটির সৌন্দর্য বর্ধনের কাজ শিগগিরই শুরু হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, স্থপতি কৌশিক সাহা,
টেস্টি ট্রিট সিলেট রিজিওয়নের অপারেশনাল ডেপুটি ম্যানেজার শাহরিয়ার রেজাসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








