ভারতের সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ মারা গেছেন। সোমবার (৮ জুলাই) বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চাকো। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় ঊষা ছিলেন অফিসে।
জানা গেছে, প্রয়াত চাকোরের কোন অসুস্থতা ছিল না। প্রতিদিন সকালে একসঙ্গে বসে চা খেতেন এই দম্পতি। এদিনও তার ব্যতিক্রম হয়নি। চা, নাস্তা খেয়ে খানিক গল্পও করেন তারা। কিন্তু সোমবার সব শেষ হয়ে গেল।
পেশাজীবনে চাকো ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। চাকো ঊষার দ্বিতীয় স্বামী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।
চাকো এবং ঊষার পরিবারের সদস্যদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ ভারতে থাকেন। মঙ্গলবার (৯ জুলাই) তারা কলকাতায় পৌঁছালে বিকালে কেওড়াতলা মহাশ্মশানে চাকোর শেষকৃত্য সম্পন্ন হবে।
পাঁচ দশকের বেশি সময় দর্শক-শ্রোতাকে নানা স্বাদের গানে আচ্ছন্ন রেখেছেন ঊষা। বাঙালি না হয়েও বাংলাকে নিজের করে নিয়েছেন যে কজন ভারতীয় তারকা, তাদের মধ্যে অন্যতম উষা।
রাহুল দেব বর্মন থেকে শুরু করে বাপ্পী লাহিড়ী, ইলায়ারাজা, শঙ্কর-এহসান-লয়, প্রীতম, যতীন ললিত, বিশাল শেখর জিৎ গাঙ্গুলীসহ বহু নামী সুরকারের সুরে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড়সহ ভারতীয় প্রায় সব ভাষাতেই গেয়েছেন ঊষা। ২০১১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন এই সংগীতশিল্পী।- বলিউড হাঙ্গামা









