‘স্পেশালিষ্ট ট্রিটমেন্ট প্রোগ্রামে’ প্যারিস অলিম্পিকে খেলতে এসেছেন নেদারল্যান্ডসের স্টিভেন ফন ডে ভেল্ডে। ২০১৪ সালে ১৯ বছর বয়সে ১২ বর্ষী এক ব্রিটিশ কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার বছর সাজাপ্রাপ্ত তিনি। প্যারিস অলিম্পিকে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।
২০১৬ সালে চার বছরের সাজা পাওয়া ভেল্ডে একবছর জেল খেটেছিলেন। নেদারল্যান্ডসে ফিরে আসার পর সাজার মাত্রা তুলনামূলক কমে যায়। পরে আবারও ভলিবল ক্যারিয়ার শুরু করেন।
ভেল্ডের অংশগ্রহণ নিয়ে ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফন ডে ভেল্ডে প্রয়োজনীয় সবকিছু পূরণ করেছেন এবং তাকে নিয়ে থাকা ঝুঁকির সবকিছু পূরণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, তাকে নিয়ে ঝুঁকির কিছু নেই।’
‘তার মামলা চলাকালীন সময়ে নিজের কর্মকাণ্ডের বিষয়ে স্বচ্ছ ছিলেন এবং স্বীকার করেছেন সেটা তার জীবনের বড় ভুল ছিল। সে কাজের জন্য তিনি অনুতপ্ত। ছাড়া পাওয়ার পর তিনি পেশাদার কাউন্সেলিংয়ের শরণাপন্ন হয়েছেন।’
ভেল্ডের অনাপত্তিপত্রে আরও বলা হয়েছে, এ ডাচম্যান ভলিবল ফেডারেশনের ‘নির্দেশিত সততার রেকর্ড’ পূরণের পরই কেবল খেলার অনুমতি পেয়েছেন।









