ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রাফায়েল ভারানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন। দীর্ঘদিন চোটে ভোগার পর বুধবার ৩১ বর্ষী তারকা সিদ্ধান্ত জানান। ২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী ফরাসি দলের অন্যতম সদস্য তিনি।
আন্তর্জাতিক ফুটবলে ভারানের অভিষেক ২০১৩ সালে। দীর্ঘ ১১ বছরে ফ্রান্সের রক্ষণ সামলানো তারকা ৯৩ ম্যাচ খেলেছেন।
বিদায়বেলায় ভারানে বলেছেন, ‘আমি নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। নিজেকে শক্তিশালী হিসেবে দেখতে চাই, এটা অনেক বড় সাহসী একটি সিদ্ধান্ত। এক্ষেত্রে নিজ হৃদয়ের কথা শুনে সহজাত প্রবৃত্তিতে কাটাতে হবে।’
ভারানে ক্যারিয়ার শুরু করেন লিগ ওয়ানের ক্লাব লেন্সের মাধ্যমে। এক মৌসুম পর ২০১১ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ জিতেছেন। এছাড়া লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ কাপ জিতেছেন।









