রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চ্যানেল আই অনলাইনকে বলা হয়েছে, দুপুর ২টা ২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ১২টি ইউনিট কাজ করেছে। আরও তিনটিকে ব্যাকআপ হিসেবে পাঠানো হয়েছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে, শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।









