স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মেদ ভূঁইয়া বাসায় ফিরে গেছেন। কোনো ধরনের ক্ষতি হবে না, এমন আশ্বাস পেয়ে শুক্রবার সন্ধ্যায় তিনি বাসায় ফিরে যান।
এর আগে শুক্রবার বিকেলে তিনি দূতাবাসে আশ্রয় নেন। দূতাবাসে গিয়ে এমরান নিজেই গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানান।
এ ব্যাপারে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে আমাদের কাছে আপনাদের জানানোর মতো কোন তথ্য নেই।
সম্প্রতি নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূসের ব্যাপারে একটি বিবৃতি দেয়া নিয়ে আলোচনায় আসেন এমরান আহম্মেদ ভূঁইয়া।







