Site icon চ্যানেল আই অনলাইন

গাজায় ত্রাণ সরবরাহের জন্য বন্দর স্থাপন করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, সামরিক বাহিনী গাজায় সমুদ্রপথে আরও মানবিক সহায়তা সরবরাহ করতে একটি বন্দর নির্মাণ করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ৭ মার্চ স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই উদ্যোগে গাজায় মার্কিন সেনাদের নিযুক্ত করা হবে না। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, গাজার জনসংখ্যার দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। জো বাইডেন বলেছেন, বন্দরটি মার্কিন সামরিক বাহিনী তৈরি করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরটি তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় বিমান ও স্থল অভিযান শুরু করে যেখানে গাজায় ৩০ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

Exit mobile version