যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, মার্কিন কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরানের সীমান্ত দুটি এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (১২ নভেম্বর) এই হামলা পরিচালনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার এলাকাগুলোকে চিহ্নিত করেছে যেগুলো ইরানের সাথে যুক্ত।
প্রতিরক্ষা সচিব অস্টিন এক বিবৃতিতে বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মীদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় পূর্ব সিরিয়ার এলাকায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে এই হামলা চালানো হয়।
গত বুধবার যুক্তরাষ্ট্র সিরিয়ায় তেহরান সংযুক্ত অস্ত্রাগারে হামলা চালায় এবং ২৬ অক্টোবর দেশটির দুটি স্থাপনায় আঘাত করেছে যেটি ইরান ও সহযোগী সংস্থাগুলো ব্যবহার করেছিল বলে জানা গেছে।
ওয়াশিংটন বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর বারবার হামলার জবাবে এই হামলা করা হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে ৪৫টিরও বেশি হামলা করা হয়েছে যাতে কয়েক ডজন মার্কিন কর্মী আহত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সৈন্যদের উপর হামলা ইসরায়েল এবং হামাস যুদ্ধের সাথে যুক্ত। ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান রোধ করার প্রচেষ্টার অংশ হিসাবে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সৈন্য এবং সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সৈন্য রয়েছে।







