অস্থায়ীভাবে চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ বন্ধ করার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস (ইউএসপিএস)। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশকৃত সকল পার্সেলের প্রায় অর্ধেক পার্সেল চীন থেকে আসে। তাই ইউএসপিএস এর এমন ঘোষণা দেশটির বাণিজ্যে বিশেষ প্রভাব ফেলবে। তবে এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এদিকে চীনও তার জবাবে মার্কিন পণ্যে ১৫ শতাংশ শুল্ক বসিয়েছে।









