যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকা ইচির সঙ্গে রেয়ার আর্থস বা দূরলভ খনিজ চুক্তি স্বাক্ষর করেছেন। দুই নেতাই দেশ দুটির জোটের জন্য নতুন ‘সোনালী যুগ’ শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চুক্তি অনুযায়ী জাপানি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ শুল্কের আওতায় আসবে। ট্রাম্প জাপানি নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, উত্তর কোরিয়ায় ১৯৭৭-১৯৮৩ সালে অপহৃত নাগরিকদের ফেরাতে তারা সবকিছু করবেন।
নতুন প্রধানমন্ত্রী তাকা ইচি দেশকে মার্গারেট থ্যাচারের মতো নেতৃত্ব দিতে চান। গত ২১ অক্টোবর ইতিহাস সৃষ্টিকারী সংসদীয় ভোটে ৬৪ বছর বয়সী তাকা ইচি তার দীর্ঘদিনের লক্ষ্য পূরণ করেছেন।
চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জাপান বাণিজ্য এবং বিনিয়োগ সমন্বয় করে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন বাড়াবে। এতে চীনের ওপর নির্ভরতা কমানো এবং বৈদ্যুতিন ও সামরিক সরঞ্জাম উৎপাদনে সহায়তা করা হবে।
আগামীতে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।









