চীন থেকে ইরানে যাওয়ার পথে ভারত মহাসাগরে একটি পণ্যবাহী জাহাজে অভিযান চালিয়ে সামরিক কাজে ব্যবহারযোগ্য কিছু সরঞ্জাম জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান দল। পরে জব্দ করা সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। তবে অভিযানের পর জাহাজটিকে গন্তব্যের দিকে যেতে দেওয়া হয়।
আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
খবর অনুযায়ী, গত মাসে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূল থেকে কয়েকশ মাইল দূরে জাহাজটিতে উঠে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জাহাজে থাকা কার্গোর মধ্যে এমন কিছু যন্ত্রাংশ ছিল, যা ইরানের প্রচলিত অস্ত্র কর্মসূচিতে কাজে লাগতে পারে। জব্দ করা চালান ধ্বংস করা হলেও জাহাজটিকে পরে চলতে দেওয়া হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় কমান্ড তাৎক্ষণিকভাবে এই অভিযানের তথ্য নিশ্চিত করেনি। তবে এক কর্মকর্তা বলেছেন, জব্দ করা সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র তৈরিতে ‘সম্ভাব্যভাবে কাজে লাগতে পারে’। একই সঙ্গে এগুলোকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে—অর্থাৎ বেসামরিক কাজেও ব্যবহার হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইরানকে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ ঠেকাতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও বাধাদান কার্যক্রমের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার বিষয়ে ইরান ও চীন তখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত ১২ নভেম্বর ইরানের ক্ষেপণাস্ত্র ও মানবহীন উড়োজাহাজের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ নেটওয়ার্ক ভাঙতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানায়। ওই বিবৃতিতে ইরান ‘প্রচলিত অস্ত্র কর্মসূচির’ জন্যও উপাদান সংগ্রহ করে বলে উল্লেখ করা হয় এবং এই ধরনের নেটওয়ার্ক বন্ধের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অভিযান এমন সময়ে সামনে এল, যখন নিষেধাজ্ঞা–সংক্রান্ত অভিযোগে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দের ঘটনাও আলোচনায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওই তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন বলেও প্রতিবেদনে উল্লেখ আছে।
এই অভিযানে কোন জাহাজটি ছিল, কার মালিকানাধীন, কিংবা জব্দ করা যন্ত্রাংশের নির্দিষ্ট তালিকা—এসব বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।








