গণতন্ত্রে বাধাদান ও মানবাধিকার লঙ্ঘনকারী ১০০ নিকারাগুয়ান কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির সূত্রে এপি এ তথ্য জানিয়েছে ।
বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়ার জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে এবং বিশিষ্ট একজন খ্রিষ্টান ধর্মযাজককে কারাগারে প্রেরণ করে মানবাধিকার লঙ্ঘন করার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সহিংস প্রচারণা, অন্যায়ভাবে আটক এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সীমিতকরণে সম্পৃক্ততা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার শাসনামলে একাধিক ক্যাথলিক রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের মানবাধিকার লঙ্ঘন ও রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার সমালোচনা করায় গত বছর দেশটিতে আলভারেজসহ একাধিক পুরোহিতকে গ্রেপ্তার করা হয়। ওর্তেগার শাসনের সমর্থন করার জন্য দেশটির ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই বিষয়গুলো ছাড়াও নিষেধাজ্ঞার বিষয়ে জানতে নিকারাগুয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।









