যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা ইউক্রেনকে সাহায্য করার জন্য হোয়াইট হাউসে ১০ হাজার কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ আটকে দেওয়ার পর আবারও নতুন করে এই অর্থ অনুমোদনের জন্য তাদের কাছে আবেদন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই আবেদনও নাকচ করেছেন রিপাবলিকানরা।
বিবিসি জানিয়েছে, গতকাল ৬ ডিসেম্বর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের সিনেট রিপাবলিকানদের ভোটে বিলিয়ন ডলারের এই সহায়তা বিলটি আটকে যায়। এই প্যাকেজে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য অর্থ সাহায্যের পাশাপাশি গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধরত ইসরায়েলের জন্য অর্থ তহবিল এবং গাজায় ত্রাণ সরবরাহের জন্য অর্থ অন্তর্ভুক্ত ছিল।
মার্কিন সিনেটে নতুন কোন বিল পাস করতে হলে বিলের পক্ষে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন হয়। গতকাল ইউক্রেন ও ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের এই নতুন নিরাপত্তা সহায়তা বিলের প্যাকেজটির পক্ষে মাত্র ৪৯ জন সিনেট সদস্য ভোট প্রদান করেছে। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৫১ জন সদস্য। ফলে বিলটি আটকে গিয়ে আইন প্রণেতাদের আলোচনার পর্যায়ে চলে যায়।
রিপাবলিকানরা জানান, ইউক্রেনকে সাহায্য করার চেয়ে যুক্তরাষ্ট্রকে নিজ দেশের প্রতি মনযোগী হওয়া উচিৎ। যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং আশ্রয় সংক্রান্ত সংস্কারের জন্য এই অর্থ বরাদ্দ করা প্রয়োজন। এছাড়াও ইসরায়েল বিষয়ে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, আমি বিশ্বাস করি না নেতানিয়াহু সরকারের বর্তমান সামরিক পন্থা অব্যাহত রাখার জন্য আমাদের ১০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করা উচিত।
এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি সহায়তা বিল পাস করার জন্য যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসন বিষয়ে অর্থ বরাদ্দের সাথে আপস করতে ইচ্ছুক। তিনি বলেন, আর অপেক্ষা করা সম্ভব নয়। কংগ্রেসের রিপাবলিকানরা পুতিনকে সবচেয়ে বড় উপহার দিতে চাচ্ছেন যা তিনি আশা করতে পারেন।
এর পরই মার্কিন কংগ্রেসে সিনেটররা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য অর্থ সাহায্যে বাতিল করে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি নিয়ে দুই দলে বিভক্ত হয়ে একে অপরের সাথে তর্ক করতে থাকে। এর পর বেশ কয়েকজন রিপাবলিকান ওয়াক আউট করেন।








