মহাকাশে এবার উড়তে যাচ্ছে আমেরিকার সাবেক প্রেসিডেন্টদের চুলের নমুনা।
‘প্রেসিডেন্ট দিবস’ উদযাপন করতেই দেশটির চারজন প্রেসিডেন্টের চুলের নমুনা রকেটে করে মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছে টেক্সাসের একটি বেসরকারি সংস্থা ‘সেলেস্টিস’।
জর্জ ওয়াশিংটন, জন এফ কেনেডি, ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এবং রোনাল্ড রেগান’র চুলের নমুনাগুলি মহাকাশে পাঠানো হবে।
সংস্থাটি জানিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্টদের ডিএনএ’র নমুনা হিসাবেই পাঠানো হচ্ছে ওই চুল।
মিশনের জন্য ব্যবহৃত রকেট ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স’ (ইউএলএ) তৈরি আছে বলে জানা গেছে। প্রাক্তন রাষ্ট্রপতিদের পাশাপাশি, মিশনে ‘স্টার ট্রেকে’র প্রতিষ্ঠাতা ‘জিন রডেনবেরি’ এবং জনপ্রিয় টেলিভিশন সিরিজের সদস্যদের দেহাবশেষও অন্তর্ভুক্ত থাকবে।
এবিষয়ে সেলেস্টিসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী চার্লস শ্যাফার বলেছেন, এটি ভবিষ্যতের মানব মিশনের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
এ বছরের শেষেই ফ্লোরিডার কেপ কার্নিভাল থেকে একটি ইউএলএ ভালকান রকেট প্রেসিডেন্টদের দেহাবশেষ নিয়ে রওনা হবে। একই সঙ্গে সেলেস্টিস দু’টি কৃত্রিম উপগ্রহ এবং একটি চাঁদে অবতরণের যন্ত্রও পাঠাতে চলেছে মহাকাশে।








