ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন স্পেনিয়ার্ড তারকা কার্লোস আলকারাজ। ছেলেদের এককে র্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে থাকা বোটিক ফন ডি জ্যান্ডসচাল্পের কাছে হেরেছেন র্যাঙ্কিংয়ে তিনে থাকা আলকারাজ। মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ৫২তম চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার কাছে হেরে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।
শুক্রবার আলকারাজকে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ডাচ তারকা বোটিক। ইউএস ওপেনে সর্বশেষ তিন আসরে অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছেন উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনজয়ী আলকারাজ। ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবারই কোনো গ্র্যান্ড স্লাম থেকে এতদ্রুত বিদায় নিতে হল তাকে।
হারের পর ২১ বর্ষী আলকারাজ বলেছেন, ‘লম্বা সময় ধরে টেনিসের সূচি ঠাঁসা। রোলাঁ গারোঁ, উইম্বলডন ও অলিম্পিক মিলিয়ে অনেক ম্যাচই খেলেছি। অলিম্পিকের পর একটু বিরতি নিয়েছিলাম। কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। যতটা ভালো করার আশা ছিল ঠিক ততটা হয়নি। তবে এসবকে কোনো অজুহাত দিতে চাই না।’
অন্যদিকে ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনজয়ী ওসাকা সন্তান জন্ম দেয়ায় কারণে গতবছর ইউএস ওপেনে খেলতে পারেননি। মুচোভার কাছে ৬–৩, ৭–৬ (৭/৫) গেমে হেরে এবারও আশা পূরণ করতে পারেননি ২৬ বর্ষী জাপানিজ তারকা।








