ইউএস ওপেনে হেরে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা কোকো গাফ। হেরে গেছেন স্বদেশি এমা নাভোরোর কাছে। গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কের ফ্লাসিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরলেও এবার চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হল তাকে।
টেনিস র্যাঙ্কিংয়ের সেরা দশে ঢোকা এমা নাভোরের কাছে গাফ হেরেছেন ৩-৬, ৬-৪ এবং ৩-৬ সেটে। ২০২৪ সাল দুর্দান্ত শুরু করা গাফ এএসবি ক্লাসিক জিতে মৌসুম শুরু করেছিলেন। সেখান থেকে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলে হেরে যান আরিয়ানা সাবালেঙ্কার কাছে।
কোকো গাফকে হারিয়ে দারুণ অনুভূতি নাভোরের। জানিয়েছেন, ‘কোকো গাফ অসাধারণ একজন খেলোয়াড়, তার প্রতি অনেকবেশি সম্মান রয়েছে আমার। জানি সে আবারও দারুণভাবে ফিরে আসবে এবং এবছর অনেক কিছু জিতবে।’
ইউএস ওপেনে শুধু গাফ নন, আসর থেকে দ্রুত বিদায় নিয়েছেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ ও স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।









