২০২৫ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান জান্নিক সিনারকে হারিয়েছেন তিনি। এ নিয়ে ২২ বর্ষী স্পেনিয়ার্ড আলকারাজ দুটি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ বা গ্র্যান্ডস্লাম জিতলেন।
ফাইনাল ম্যাচের আগে এটিপি র্যাঙ্কিংয়ের এক নাম্বারে ছিলেন সিনার, দুইয়ে আলকারাজ। ম্যাচের সমীকরণ ছিল আলকারাজ ও সিনারের মধ্যে যিনি শিরোপা জিতবেন এটিপি র্যাঙ্কিংয়ের এক নাম্বারে উঠে যাবেন তিনি। সিনারকে সরিয়ে এক চলে এসেছেন আলকারাজ। এ নিয়ে মোট ছয়টি মেজর শিরোপা বা গ্র্যান্ডস্লাম জিতলেন স্পেনের তারকা।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান সিনারকে ফাইনালে নেমে মোটেও সুবিধা করতে দেননি আলকারাজ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছেন তিনি। দ্বিতীয় সেটে সিনার দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষপর্যন্ত আলকারাজের শক্তি ও গতির কাছে হেরে যান।
আলকারাজ ম্যাচে সিনারকে হারিয়েছেন ৬-২, ৩-৬, ৬-১ এবং ৬-৪ সেটে। দ্বিতীয় সেটের পর চতুর্থ ও শেষ সেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন সিনার। তবে আলকারাজের গতি ও শক্তির সাথে কুলিয়ে উঠতে পারেননি। তিনটি গ্র্যান্ডস্লামে এককের ফাইনালে মুখোমুখি হওয়া ইতিহাসের প্রথম দুই খেলোয়াড় সিনার ও আলকারাজ।
এ বছরের জুন মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সিনার ও আলকারাজ। ওই ম্যাচে আলকারাজ ৪-৬, ৬-৪, ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে ফেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন। ওই ম্যাচে আলকারাজকে যে প্রতিরোধটা দিয়েছিলেন সিনার তার ধারেকাছেও ছিল না এ ম্যাচের পারফরম্যান্স।









