ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নিচ্ছে না, তারা জনগণের পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বুধবার ২৮ জানুয়ারি দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। যে সরকারই ক্ষমতায় আসুক, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত।
পূর্বনির্ধারিত বৈঠকের অংশ হিসেবে বুধবার দুপুর পৌনে ১২টায় ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ভবনে আসেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
সিইসির সঙ্গে প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে ব্রেন্ট ক্রিস্টেনসন সাংবাদিকদের জানান, বৈঠকে ফলপ্রসূ আলোচনার কথা। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে না, বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে বলে জানান তিনি।
পরে ইসি সচিব আখতার আহমেদ জানান, পোস্টাল ব্যালট, আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ ও আইনশৃঙ্খলা নিয়েও আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে না, তবে স্বতন্ত্রভাবে দেশের ৪টি স্থান থেকে পর্যবেক্ষণ করবে দূতাবাস।
মার্কিন দূতাবাসের এই দলে আরও ছিলেন রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মুর ও ফিরোজ আহমেদ।









