ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রতিদিন এই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আজ (১৮ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত কঠিন এবং যেকোন সময় ভেঙে পড়তে পারে।
রুবিও বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি টিকিয়ে রাখা। পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিস্থিতি আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করছি। কারণ সংঘাত যেকোন সময় আবার শুরু হতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বলেন, যদি উভয় পক্ষ গুলিবর্ষণ বন্ধে সম্মত না হয়, তবে যুদ্ধবিরতি কখনোই কার্যকর হবে না। আমরা এখন যা চাই তা হলো একটি স্থায়ী শান্তিচুক্তি, যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ না হয়।
ফক্স বিজনেস-এ দেওয়া এক আলাদা সাক্ষাৎকারে রুবিও বলেন, আমরা সৌভাগ্যবান যে এমন একজন প্রেসিডেন্ট পেয়েছি যিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়েছেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, তিনি ভারত-পাকিস্তানের মধ্যকার সম্ভাব্য পারমাণবিক সংঘাত রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।









