ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, দেশটিতে বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
রোববার বিবিসির এক প্রতিবেদেনে বলা হয়, শনিবার (১৭ জানুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
খামেনি বলেছেন, দু’সপ্তাহের বেশি সময় ধরে ইরানকে নাড়িয়ে দেওয়া এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুক্ত শক্তিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ও কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।
ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নিয়ে যাওয়া তাদের লক্ষ্য বলেও অভিযোগ করেছেন খামেনি।









