ফিলিস্তিনের গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা করা না হলে ইসরায়েলকে দেওয়া মার্কিন সরকারের সামরিক সহযোগিতা কাটছাঁট করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
আজ (১৬ অক্টোবর) একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রোববার (১৩ অক্টোবর) পাঠানো চিঠিটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার মিত্রদের কাছে সবচেয়ে শক্তিশালী পরিচিত লিখিত সতর্কতা।
চিঠির বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গাজায় এখন যে পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় ‘খুবই কম’। যুক্তরাষ্ট্র আশা করে তাদের নির্দেশনা মেনে খুব শিগগিরই গাজায় মানবিক সহায়তা বাড়াতে সহায়তা করবে ইসরায়েল।
এই পরিস্থিতিতেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার পাশাপাশি লেবাননেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
বসতবাড়ি ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে ১০ জনেরও বেশি লেবানিজকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। জবাবে লেবানন থেকে হিজবুল্লার ছোঁড়া প্রায় অর্ধশত রকেট হামলা হামলা প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েল।









