মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় প্রতিনিধি দলটি জানতে চায়, জামায়েত কবে নাগাদ নির্বাচন চায়।
বুধবার ১৬ এপ্রিল বৈঠকের পর জামায়েতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এই কথা জানান।
শফিকুর রহমান জানান, মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছে জামায়াতে ইসলামী কবে নির্বাচন চায়। ক্ষমতায় গেলে তাদের অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি কী হবে এ বিষয়েও জানতে চেয়েছে তারা।
তিনি এসময় আরও জানান, আগামী রমজানের আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।









