মিশর, লেবানন ও জর্ডানের মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল জাজিরা জানায়, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের কর্মকর্তারা বলেছেন তারা মার্কিন তকমা প্রত্যাখ্যান করেছেন এবং ‘একে চ্যালেঞ্জ করার জন্য সকল আইনি পথ অনুসরণ’ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৪শে নভেম্বরে তার প্রশাসনকে মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন এবং এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।
মার্কিন ট্রেজারি বিভাগ জর্ডান এবং মিশরের ব্রাদারহুড গোষ্ঠীগুলোকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসাবে চিহ্নিত করেছে এবং স্টেট ডিপার্টমেন্ট লেবানিজ ব্রাদারহুড সংস্থাটিকে আরও গুরুতর উপাধি ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।
ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন এবং ‘মধ্যপ্রাচ্যে ইসরাইলি স্বার্থের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের কার্যকলাপ’কে বিবেচনা করে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে।









