যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টি-পারসনেল ল্যান্ডমাইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রমাগত অগ্রসর হওয়া রাশিয়ান বাহিনীকে প্রতিহত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, খুব তাড়াতাড়ি ইউক্রেনকে মাইনগুলো দেয়া হবে এবং ইউক্রেন মাইনগুলো নিজেদের ভূখণ্ডেই ব্যবহার করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে যে, এই মাইনগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হবে না।
ল্যান্ডমাইনগুলো ব্যাটারিচালিত এবং চার ঘণ্টা থেকে দুই সপ্তাহ পর্যন্ত সক্রিয় থাকে। সময়সীমা পেরিয়ে গেলে এগুলোতে বিস্ফোরণ ঘটাবে না। এগুলো বিস্ফোরণের জন্য ব্যাটারির প্রয়োজন হয়। একবার ব্যাটারি ফুরিয়ে গেলে তা আর বিস্ফোরিত হবে না।
এই সিদ্ধান্তের পেছনে বিদায়ী বাইডেন প্রশাসনের লক্ষ্য হলো, ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রাশিয়ার অগ্রগতি থামানো। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তবে এই ধরনের সামরিক সহায়তার পরিধি সংকুচিত হতে পারে।
এদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিয়েভে তাদের দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, ইউক্রেনে ২০ নভেম্বর সুনির্দিষ্ট বিমান হামলার হুমকি রয়েছে এবং দূতাবাস কর্মীদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।









