যুক্তরাষ্ট্র অক্টোবর মাসে ২৮৪ বিলিয়ন ডলারের বাজেটে ঘাটতি দেখিয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। দীর্ঘ ৪৩ দিনের সরকারি শাটডাউনের কারণে এই প্রতিবেদন প্রকাশে বিলম্ব হয় বলে জানায় মার্কিন ট্রেজারি বিভাগ।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রেজারি জানায়, নভেম্বরের কিছু সামরিক ও স্বাস্থ্য খাতের ভাতার অর্থ (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) আগাম অক্টোবরের খাতে যুক্ত হওয়ায় ঘাটতি বাড়িয়ে দেখানো হয়েছে। এসব সমন্বয় বাদ দিলে প্রকৃত ঘাটতি হতো প্রায় ১৮০ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ কম।
অক্টোবরে মোট ব্যয় দাঁড়ায় ৬৮৯ বিলিয়ন ডলারে, আর রাজস্ব আদায় হয় রেকর্ড ৪০৪ বিলিয়ন ডলার। কাস্টমস শুল্ক আদায় ছিল সর্বোচ্চ ৩১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুল্ক–রাজস্ব আরও আকাশচুম্বী হবে। অন্যদিকে কংগ্রেশনাল বাজেট অফিস বলেছে, সাম্প্রতিক বাণিজ্যচুক্তির প্রভাবে ট্রাম্পের শুল্ক নীতির ঘাটতি কমানোর পূর্বাভাস আগামী দশকে ৪ ট্রিলিয়ন ডলার থেকে কমে ৩ ট্রিলিয়ন ডলারে নেমেছে।









