আদানি গ্রুপ দাবি করেছে গৌতম আদানির বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের প্রতারণার অভিযোগ ভিত্তিহীন।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, এগুলো নিছক অভিযোগ এবং কেবলমাত্র সেই হিসেবেই দেখা উচিত বলে প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ।
বুধবার নিউইয়র্কে ফৌজদারি অভিযোগগুলোতে গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা হয়। প্রসিকিউটররা জানিয়েছেন, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প নিতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আদানি গ্রুপ।
২০২৩ সালে একটি হাই-প্রোফাইল কোম্পানি আদানির কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে অনেকটা গোপনেই তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ২০২২ সালে যুক্তরাষ্ট্র আদানির এই কোম্পানিতে অনুসন্ধান শুরু করেছিলো। কিন্তু তারা এতে বাধাগ্রস্ত হয়। তারা অভিযোগ করেছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ ও বন্ড সংগ্রহ করেছেন।
ঘুষের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ঘুষবিরোধী অনুশীলন এবং নীতি সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতিও দেয়া হয়েছে। মার্কিন উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন’ করতে চেয়েছিলেন।
উল্লেখ্য, ভারতীয় সংস্থা আদানির সঙ্গে মার্কিন সংস্থার ব্যবসায়িক যোগ রয়েছে। এই আবহে কোনো বিদেশি সংস্থা যদি আমেরিকার সংস্থার সঙ্গে ব্যবসায়িক সমপর্কে যুক্ত হয় বা মার্কিন বাজারে সেই বিদেশি সংস্থার উপস্থিতি থাকে, তাহলে বিদেশের মাটিতে সংগঠিত কোনো দুর্নীতির অভিযোগে তদন্ত হতে পারে যুক্তরাষ্ট্রেই।









