যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়ে ভুয়া তথ্য প্রচার করার অভিযোগে রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের “আরটি নেটওয়ার্ক” এর সম্পাদকসহ অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, আরটি নেটওয়ার্কের সাথে জড়িত ১০ জন ও দুইটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে আর টিভির প্রধান সম্পাদক, সহকারী প্রধান সম্পাদকও আছেন।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো থেকে যেন মানুষের ভরসা চলে যায়, সেজন্য মিথ্যা প্রচার চালিয়েছে রাশিয়া। নিষেধজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এই ভুয়া প্রচারের পিছনে যারা আছে তাদের জবাবদিহিতার আওতায় আনবে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল গারল্যান্ড জানিয়েছেন, রাশিয়ার আরটি নেটওয়ার্কের ২ জন কর্মী নিউ ইয়র্কে বিদেশি মুদ্রা আইন এবং বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশন আইন ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন। রাশিয়ার পক্ষে প্রচার চালানোর জন্য তাদের অর্থ দেয়া হয়।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমাদের বিশ্বাস পুটিনই এই নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার এই ভুয়া তথ্য প্রচারের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জড়িত আছেন।
সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।









