বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছেন।
বুধবার ২ অক্টোবর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, এই সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের যে কোন প্রয়োজনে বিএনপি সাড়া দেবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জাহিদ হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে বিএনপির পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।









