খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের অস্তিন ত্রিপুরা নামে এক কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এছাড়া এ ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হন।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, ওই এলাকায় ইউপিডিএফ এর একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। পূর্ব থেকে সুযোগের সন্ধানে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।









