ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান গ্রন্থ উন্মোচন মঞ্চে হৃদয়ে সাহিত্য প্রকাশনীর ১৫ জন লেখকের ১৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব বেলাল খান, শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ, কবি ও ছড়কার রমজান মাহমুদ, বাংলাদেশের নৌবাহিনী কমান্ডার হাসনাইন শামীম, সংগীতশিল্পী জাফর সাদেক পাভেলসহ সাহিত্যিক, বিভিন্ন পেশাজীবি, পাঠক এবং সাহিত্যপ্রেমীরা।
হৃদয়ের সাহিত্য প্রকাশনীর বইগুলো ঢাকা বইমেলায় পরিবেশক হরিংপত্র প্রকাশনীর ৪৫৭ ও ৪৫৮ নং স্টলে এবং চট্টগ্রাম বইমেলায় ৬৫ নং স্টলে পাওয়া যাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশনী থেকে জানানো হয়, হৃদয়ে সাহিত্য প্রকাশনী এবারই প্রথম প্রকাশনা কার্যক্রমে যুক্ত হয়েছে। তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে সাহিত্যচর্চা, প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরা, নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের খুঁজে বের করে তাদের বই প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করা।
এবারের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ। বিভিন্ন সাহিত্যপ্রেমীদের মতে, এই প্রকাশনীর বইগুলো পাঠকদের নতুন চিন্তার খোরাক যোগাবে এবং সমসাময়িক সাহিত্যে বিশেষ অবদান রাখবে।
হৃদয়ে সাহিত্য প্রকাশনীর এই উদ্যোগ নতুন লেখকদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রকাশনার কর্ণধার ডা. সাগর খান।









