চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহ্য বর্জ্যই হতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির উৎস

অধ্যাপক ড. মো: গোলাম ছারোয়ারঅধ্যাপক ড. মো: গোলাম ছারোয়ার
9:10 অপরাহ্ন 30, মে 2025
মতামত
A A
সংগৃহীত

সংগৃহীত

Advertisements

স্বাচ্ছন্দ্যময় পরিপাটি বাসস্থান কে না চায়? রাজধানী ঢাকা শহরে জনসংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। বেড়েই চলেছে দুষণ। দুষণের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে বাহক বাহিত রোগসমূহ। এক গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরে প্রতিদিন ৬৫০০০টন বর্জ্য উৎপাদন হয়। এই বিশাল বর্জ্য পদার্থের অপসারণ কতটা কার্যকরভাবে সম্পন্ন হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই গবেষণায় দেখা গেছে, প্রায় ৫৫% বর্জ্য প্রতিদিন অপসারণের বাইরে থেকে যায়। যা যন্ত্রতন্ত্র ছড়িয়ে পড়ে মারাত্মকভাবে পরিবেশের দুষণ ঘটিয়ে চলেছে। অতিষ্ঠ করে তুলেছে নগর জীবনকে। দ্রুতগতিতে ছড়িয়ে চলেছে মশা মাছি বাহিত রোগ-জীবানুর। কেড়ে নিচ্ছে অত্যন্ত মূল্যবান প্রাণ। অর্থ খোয়াচ্ছেন আক্রান্ত ব্যক্তিবর্গ।

একবার যদি একটু সুস্থ মাথায় চিন্তা করি, প্রতিদিনের ৫৫% বর্জ্য যদি জমা হতেই থাকে তাহলে পুরো শহরটা ময়লার ভাগাড়ে পরিণত হতে কত সময় আর বাঁকী। তাইতো ঢাকা শহরের কোন রাস্তায় একজন মানুষ স্রেফ ৫ মিনিটের জন্য নাকে হাত বা অন্য কিছু দিয়ে না ঢেকে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে হেটে যেতে পারবেন না। এমন বেহাল অবস্থা। কিছু কিছু স্থান আছে এমন, নির্মল বায়ু তো দুরের কথা জানালা দিয়ে বাতাস আসলে দুর্গন্ধে ঘরে থাকা যায়না।

উদাহরণ হিসেবে মোহাম্মদপুর শিয়া মসজিদের পশ্চিম দিকের যে খালটি রয়েছে তার কথা একবার ভাবুন। খালের ওপর দিয়ে প্রবাহিত বাতাস যখন পার্শ্ববর্তী বাসায় প্রবেশ করে তখন কি বাসিন্দারা শান্তি বা সস্তিতে থাকতে পারে? ২০১৬ সালে ঢাকা, উত্তর ও দক্ষিণ সিটিতে মোট ১১ হাজার ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল নগরবাসী দুষণ কমাতে একটি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবে। এখন সেগুলোর কোন অস্তিত্ব নেই। একইভাবে গুলশান এলাকায় ১০০টি স্মার্ট ডাস্টবিন এখন রীতিগত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সলিড ওয়েস্টেজ বা কঠিন বর্জ্য মাটি ও পানি দুষণেরও অন্যতম কারণ।

দুষণকারী বর্জ্যের মধ্যে হাসপাতালের এবং বৈদ্যুতিক বর্জ্য আরও অনেক বেশী মারাত্মক। সরকারী হসপিটালের চারিদিকে এর প্রতিফলন লক্ষনীয়। এমন একটি নাজুক অবস্থার শহরে যখন বিভিন্ন উৎসব উদযাপিত হয় তখন মরার ওপর খারার যা নেমে আসে। তাই উৎসবগুলো শুরুর পূর্বেই প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ অত্যাবশ্যকীয়।

উদাহরণস্বরূপ আমাদের-পবিত্র ঈদুল আজহার কথা ধরেন। এই পবিত্র উৎসবে ঢাকা শহরে ২ সিটি করপোরেশন মিলিয়ে কমপক্ষে প্রায় ৩০ হাজার টন অতিরিক্ত বর্জ্য উৎপাদন হবে। এই অতিরিক্ত বর্জ্য অপসারণে অবশ্যই অতিরিক্ত প্রস্তুতি আবশ্যক। তা না হলে মশার যে প্রজননক্ষেত্র তার পরিমাণ কত বেড়ে যাবে তা অনুমান করতেই পারছেন। আবার এখন চলছে বর্ষাকাল। এই বর্ষাকালেই মারাত্মক ভেকটরবাহিত রোগ যেমন ডেঙ্গুর-ভয়ালরূপ দেখা যায়। তাই আসন্ন ঈদুল আজহা যেন কোনভাবেই বিষাদ বয়ে আনতে না পারে সেই দিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রতিদিন বর্জ্য অপসারণের কাজে- যেসকল যানবাহন যানবাহন ব্যবহৃত হয় এবং এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মীর দিকে লক্ষ্য রাখা অতি জরুরী। ময়লা ভর্তি খোলা যানবাহন যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে তা পুরো রাস্তায় ময়লা নিসৃত পানি দ্বারা মারাত্মকভাবে দুষিত করে জনজীবন ও পথচারীদের অতিষ্ঠ করে তোলে। মারাত্মকভাবে দুষিত করে বায়ুমণ্ডলকে।

একইভাবে যে ল্যান্ডফিল গুলিতে এই আর্বজনা ফেলা হয় তাও খোলা থাকে যার ফলে আমিন বাজার ও মাতুয়াল ল্যান্ডফিলের কয়েক কিলোমিটার জুড়ে জনজীবন ও পথচারীর জীবন অত্যন্ত নির্মম বাস্তবতায় নিপতিত। আবার অপরিকল্পিতভাবে বেড়ে উঠা নগরে অনেক বাড়ীর অপ্রবেশ্য গলির মধ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কিছুতেই প্রবেশ করতে পারেনা। তাই ঐ স্থানগুলো যেমন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তেমনি পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়।

আমরা জানি বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়াসহ অসংখ্য অগণিত অনুজীব বসবাস করে। যা অনেক রোগজীবাণুর উৎস হিসেবে কাজ করে। তাহলে ভাবুন প্রতিদিন স্তূপকৃত ৫৫% বর্জ্য পদার্থ নিত্যদিন কি পরিমাণ রোগ ছড়াচ্ছে। এখন প্রশ্ন এই অসম্ভব নাজুক অবস্থানের উত্তরণ কোথায়। কিভাবে এই মারাত্মক অবস্থা হতে পরিত্রাণ পাওয়া সম্ভব।

এবার বর্জ্য পদার্থ ব্যবহার করে বিদ্যুৎ তৈরিতে কিছু রাষ্ট্রের অভূতপূর্ব সাফল্যের পরিসংখ্যান তুলে ধরছি। বর্জ্য পদার্থ হতে বিদ্যুৎ উৎপাদনে যে সকল দেশ শীর্ষস্থানী তার মধ্যে চীন ১,১৮, ৬৪৫ মেগাওয়াট, যুক্তরাষ্ট্র ৭১,৭১৪ মেগাওয়াট, জার্মানি ৫৭,২০০ মেগাওয়াট, যুক্তরাজ্য ৪১.৭৯৪ মেগাওয়াট এবং ভারত ৪৫, ৭৯৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিবছর উৎপাদন করে থাকে। তাই আমাদের দেশে এর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেগা শহর গুলোতে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে তা অবশ্যই আশার আলো দেখাবে। ঢাকা শহরে প্রতিদিন ৬,৫০০৮ টন বর্জ্য ও ১২টি মেগা শহর বা সিটি করপোরেশনে প্রায় ১৭,০০০ টন বর্জ্যকে ইনসিনেরেশন পদ্ধতি ব্যবহার করে প্রায় ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন সম্ভব।

একইভাবে ম্যানহোলের ময়লাও পরিণত হতে পারে খাটি স্বর্ণে। ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের তথ্য মতে ঢাকা ওয়াসার নিজস্ব ৩০০ কিলোমিটার ভূগর্ভস্থ নালা (ড্রেনেজ) এবং ৮৮০ কিলোমিটার পয়োনালার ওপর ম্যানহোল রয়েছে ৪১ হাজার। দুই সিটি করপোরেশনের প্রায় এক হাজার কিলোমিটার পাইপ নালার ওপর রয়েছে ৩৩ হাজার ৩৩৩টি ম্যানহোল।

এ ছাড়া বিভিন্ন কলোনিতে গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষেরও নিজস্ব কিছু ম্যানহোল রয়েছে। ম্যানহোলের বর্জ্যও হতে পারে বায়ো-ফার্টিলাইজারের মূল উৎস। যা বাইরের দেশে রপ্তানি করে বাংলাদেশ পেতে পারে কোটি কোটি বৈদেশিক মুদ্রা। এখনই সময় যথার্থ বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত কর মূল অর্থনীতিতে স্থায়ী ভূমিকা রাখার।

মশা মাছি বা অন্যান্য বাহক বাহিত রোগ-জীবানুর হাত হতে রক্ষা পেতে স্থায়ী বন্দোবস্ত ছাড়া সম্ভব নয়। মানব সৃষ্ট বর্জ্য পদার্থ রোগ জীবানুর আধার না হয়ে হতে পারে অর্থনৈতিক সাশ্রয় ও সমৃদ্ধির একটি গতিশীল স্থায়ী ব্যবস্থা। এমনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্রমাগত খুইয়ে যাওয়া পরিবেশকে দুষণের হাত থেকে রক্ষা করে, ভবিষ্যত প্রজন্মকে আমরা উপহার দিতে পারবো একটি নান্দনিক স্বাস্থ্যসম্মত প্রাণোজ্বল বাংলাদেশ।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: অর্থনৈতিক সমৃদ্ধির উৎসবর্জ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তাল সাগর, কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত

পরবর্তী

সাকিবের ফেরার বিষয়ে যা বললেন বিসিবির নতুন সভাপতি

পরবর্তী

সাকিবের ফেরার বিষয়ে যা বললেন বিসিবির নতুন সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাবি রিসার্চ সোসাইটির ১০০ শিক্ষার্থী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় অবস্থানে কলকাতা

জানুয়ারি 25, 2026

যে কারণে পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

জানুয়ারি 25, 2026
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

জানুয়ারি 25, 2026

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি, নেবে না কোন আইনি পদক্ষেপ

জানুয়ারি 25, 2026
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সমাবেশকে ঘিরে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড়

জানুয়ারি 25, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version